পবিত্র ঈদুল আজহার পর গত মাসের শেষের দিকে কাজে ফিরেছি। আরও আগেই শুরু করার কথা ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজটি পিছিয়ে যায়। সরকার পতনের পর প্রথম নাটকের শুটিং শুরু করেছি। এটি মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটি কাজ। গত ২২ আগস্ট থেকে তিন দিন শুটিং হয়েছে। কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল, সেটি আজ (শুক্রবার) করতে যাচ্ছি। তবে কাজটি সম্পর্কে এখনই বিস্তারিত বলা মানা আছে।
খুবই ভালো। তাঁর সঙ্গে আমার তৃতীয় কাজ এটি। তিনি তো নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। আমি নতুন, এই নাটকে আমার বিপরীতে যিনি কাজ করছেন, তিনিও নতুন। আরিয়ান ভাই আমার পছন্দের পরিচালকদের একজন। তাঁর সঙ্গে কাজ করলে শিল্পীদের জন্য চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়।
মন্তব্য করুন