ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ওয়েব সিনেমা ‘মায়া’। ওটিটি প্ল্যাটফর্মটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, থ্রিলার ছবিটি ৩০ সেপ্টেম্বর থেকে দেখা যাবে।
পরিচালনার পাশাপাশি ছবির গল্পও রাফীর। এ সময়ের নারীদের সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা।
সামাজিক মাধ্যমে প্রকাশিত সিনেমাটির টিজারে দেখা গেছে, মায়া থানায় এসে পুলিশকে বলে, ‘স্যার, আমার হাজব্যান্ড নিখোঁজ।’ এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোতে মিলেছে জুতসই থ্রিলারের আবহ।
মন্তব্য করুন