আগের মৌসুমের সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ৫ জনকে রিটেনশন করা যাবে। আর একজনকে নেওয়া যাবে ‘রাইট টু ম্যাচ’ নিয়মে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) হয় আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা। এরপর থেকে শুরু হয় জল্পনা! কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের রেখে দেওয়ার পরিকল্পনা করেছে তার একটি তালিকা প্রকাশ করেছে ভারতের একটি ইংরেজি গণমাধ্যম। যদিও তালিকাটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
চেন্নাই সুপার কিংস : গত আসরের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, মাথিশা পাতিরানা, শিবম দুবে, সিমরনজিৎ সিংহকে ধরে রাখছে। একই সঙ্গে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের নামও রয়েছে। তবে নেই বাংলাদেশের মোস্তাফিজের নাম।
মন্তব্য করুন