স্ত্রীর খুব শখ বিকিনি পরে সমুদ্র সৈকতে নামবেন। কিন্তু সবার সামনে কী আর স্ত্রীকে বিকিনিতে ছেড়ে দেওয়া যায়! তাই স্ত্রীর জন্য আস্ত এক দ্বীপই কিনে দিলেন স্বামী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এক নারী দাবি করেছেন, তার স্বামী দ্বীপ কিনে দিয়েছেন তাকে।
দ্বীপের গর্বিত মালকিন ওই নারীর নাম সৌদি আল নাদাক। নীল জলের সমুদ্র ঘেরা দ্বীপের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ২৬ বছর বয়সী নাদাক ওই পোস্টে লিখেন, বিকিনি পরে গোসল করতে চেয়েছি, কোটিপতি স্বামী একটা দ্বীপ কিনে দিয়েছেন।
জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নাদাক। দুবাইয়ের ব্যবসায়ী জামাল আল নাদাকের সঙ্গে বিয়ে হয়েছে তার। দুজনের সংসার তিন বছরের। দুবাইয়ে পড়াশোনা করতে গিয়ে পরিচয়। সেখান থেকেই প্রেম। ৮ বছর প্রেমের পর বিয়ে করেন এই জুটি। এখন পুরোদস্তুর গৃহবধূ নাদাক। কিন্তু তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি জামাল।
মন্তব্য করুন