ফুটবল তারকাদের ক্লাবের মালিক হওয়াটা এখন আর বিস্ময় জাগায় না। ফুটবলের বাণিজ্যিক মূল্যের কারণে ফুটবলারদের হাতে এখন অর্থও অঢেল। আর শীর্ষ তারকাদের আয়রোজগারের পরিমাণ রীতিমতো অবিশ্বাস্য। আর অতিরিক্ত অর্থ ফুটবলারদের চালিত করেছে নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে।
লিওনেল মেসি থেকে শুরু ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রত্যেকেই নানা ধরনের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা ক্লাবের মালিকও বনে গেছেন। এমনকি এখনো খেলোয়াড়ি জীবন শেষ না করা কিলিয়ান এমবাপ্পেও একটি ক্লাবের মালিক। ক্লাবের মালিকদের তালিকায় তারকাদের মধ্যে নাম আছে রোনালদো নাজারিও, ডেভিড বেকহাম এবং জ্লাতান ইব্রাহিমোভিচেরও।
মন্তব্য করুন