বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ এই সরকারের সবাই অরাজনৈতিক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিশ্বাস করি, তাঁরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে সরকার।’
আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্তব্য করুন