১৪ টেস্টে ৭৯ উইকেট। এমন পরিসংখ্যান সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা শুরু করেছিলেন প্রবাত জয়াসুরিয়া। টেস্ট ইতিহাসে মাত্র ৫ জন বোলার ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন। ৮৮ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে উনিশ শতকের ইংলিশ পেসার টম রিচার্ডসন। তিনি টেস্টই খেলেছেন ১৪টি।
গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পর জয়াসুরিয়া ওপরে উঠলেন আরেকটু। ওই টেস্টের ৯ উইকেট পেয়েছেন ৩২ বছর বয়সী বোলার। তাতে ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে তাঁর উইকেট হয়ে যায় ৮৮টি। ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে এর চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুজনের। ৯০ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। ৮৯ উইকেট নিয়ে পরের নামটি উনিশ শতকের ইংলিশ কিংবদন্তি জর্জ লোহম্যানের।
মন্তব্য করুন