জধানীর বাড্ডা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিন রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিন রিমান্ডে নিতে আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে গত ১৩ আগস্ট রাজধানী সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তারসহ রিমান্ডে নেওয়া হয়।
মন্তব্য করুন