শেখ হাসিনার গুম-খুনের সহযোগিরা চুক্তিভিত্তিক নিয়োগে ফিরে আসছেন পুলিশ প্রশাসনে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর প্রধান শাহ আলম অবসরে গিয়েছেন গত মাসের শেষ সপ্তাহে। এই মাসেই তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফেরত আনা হচ্ছে। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার ফাইলটি অনেক দূর এগিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। এই চুক্তিভিত্তিক নিয়োগের পেছনে কাজ করছেন প্রধান উপদেস্টার দফতরের একজন প্রভাবশালী আমলা। যিনি ফ্যাসিবাদি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ট হিসাবে তাঁর দফতরেই ছিলেন। সেই সুবাদে এখনো তিনি প্রধান উপদেষ্টার দফতরে দাপটের সাথে আছেন।
এসবি’র সাবেক প্রধান শাহ আলম আগাগোড়াই ছিলেন শেখ হাসিনার ফ্যাসিবাদের সহযোগি। সর্বশেষ জুলাই গণ-অভ্যূত্থানের সময় শেখ হাসিনা গণহত্যা চালায় পুলিশ ও ছাত্রলীগের গুণ্ডা-পাণ্ডা দিয়ে। এই গণহত্যায় এসবি’র একটি বিশেষ ভূমিকা ছিল। সাদা পোশাকে এসবি এবং ডিবির সদস্যরাও গণহত্যায় অংশ নিয়েছে। এসবি প্রধান শাহ আলমের নির্দেশেই স্পেশাল ব্রাঞ্চ ফ্যাসিবাদ টিকিয়ে রাখার পক্ষ নেয়।
একটি উদাহরণ দিলেই পরিস্কার হয়ে যাবে শাহ আলম কতটা ফ্যাসিবাদি ছিলেন।
শেখ হাসিনার পতনের পর নতুন সরকার গঠিত ড.ইউনুসের নেতৃত্বে। এই সরকারের কাছে আমার দেশ সম্পাদকের নামে পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব দিতে আবেদন জানানো হয়। নিয়ম অনুযায়ী সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পেতে হলে এসবি’র ছাড়পত্র লাগে। শাহ আলম তখন ছাড়পত্র দিতে আপত্তি জানায়।
শাহ আলমের মতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। তিনি ক্রিমিনাল। ক্রিমিনাল ও রাষ্ট্রদ্রোহ অভিযোগের অজুহাত দেখিয়ে ছাড়পত্রের ফাইল আটকে রাখেন শাহ আলম। তার যুক্তি ফ্যাসিবাদি সরকারের তালিকায় মাহমুদুর রহমান হলেন রাষ্ট্রদ্রোহ অপরাধে অভিযুক্ত। রাষ্ট্রদ্রোহ মামলা থাকায় মাহমুদুর রহমান সম্পাদক ও প্রকাশক হওয়ার যোগ্যতা হারিয়েছেন।
তার অধিনস্তরা যতবারই ছাড়পত্র তৈরি করে নিয়ে গেছেন ততবারই অকথ্য ভাষায় গালাগাল করেছেন।
এই ব্যক্তি এখন আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন পুুলিশ প্রশাসনে। চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তার ফাইলটি অনেক দূর এগিয়ে গেছে বলেও এইমাত্র খবর পাওয়া গেছে।
এই যদি হয় বিপ্লব পরবর্তী সরকারের কাজ, তাহলে মানুষ কিসের জন্য এত রক্ত দিয়েছে!
শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি।
হাসপাতালে এখনো কতরাচ্ছেন আহতরা।
এরমধ্যেই ফ্যাসিবাদের অনুগত আমলারা চু্ক্িতভিত্তিক নিয়োগে লেন-দেনে ব্যস্ত হয়ে পড়েছে। শেখ হাসিনার গুম-খুনের সহযোগিরা চুক্তিতে ফিরে আসছে পুলিশে।
শেখ হাসিনার সহযোগিদের চুক্তিতে ফিরে আসা ঠেকাতে না পারলে বিপ্লব শুধু ব্যর্থই নয়, বুমেরাং হয়ে ফিরবে।
মন্তব্য করুন