‘বুড়ো’ ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বাইসাইকেল কিক, পেনাল্টিতে পানেনকা শট, দুই গোল এবং এক অ্যাসিস্ট- পর্তুগিজ উইঙ্গারের জন্য সোনায় সোহাগা এক ম্যাচ।
৩৯ বছর বয়সী রোনালদোর এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে শুক্রবার উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে ৫১- গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। এটি পর্তুগালের জার্সিতে তার ১৩২তম জয়। আন্তর্জাতিক ফুটবলে এত বেশি ম্যাচ জেতার রেকর্ড আর কারও নেই। এক ম্যাচ কম জিতে দুইয়ে নেমে গেছেন স্পেনের সাবেক তারকা সের্হিও রামোস।
পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে গ্রুপ এ-ওয়ানের ম্যাচটিতে রোনালদো প্রতিপক্ষের ত্রাস হিসেবে আবির্ভূত হন। তিনি ছাড়াও গোলের দেখা পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। তবে গোলের খাতা খুলতে পর্তুগালকে অপেক্ষায় থাকতে হয় ৫৯তম মিনিট পর্যন্ত। এরপর অবশ্য পোলিশদের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে তারা।
পর্তুগিজদের হয়ে প্রথম গোলটি করেন লিয়াও। এরপর ৭২তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ৮০তম মিনিটে ফার্নান্দেজ আরও এক গোল করলে ব্যবধান ৩-০ হয়। ৩ মিনিট পরে সেটিকে ৪-০ করেন নেতো। ৮৭তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন রোনালদো। ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের ভেতরে পেয়ে রোনালদো শূন্যে ভেসে দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে দেন।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৫টি। আর সবমিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯১০টি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড। আর জয়ের রেকর্ড তো আছেই। সবমিলিয়ে রোনালদোর জন্য স্মরণীয় এক রাতের সাক্ষী হলো পোর্তো।
মন্তব্য করুন