
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কোম্পানিটির দুটি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হলেও সরকার তা নবায়ন না করায় এ অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান।
খুলনা পাওয়ারের ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা শেষে এমন শঙ্কার কথা উল্লেখ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এসএফ আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিরীক্ষকের মতামত প্রকাশ করা হয়।
নিরীক্ষকের মতামতে বলা হয়, বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্র—ইউনিট-২ ও ইউনিট-৩—এর বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ ২০২৪ সালের ২৩ মার্চ শেষ হয়ে যায়। এর পর একই বছরের ২৯ এপ্রিল ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী দুই বছরের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ কেনার কথা রয়েছে।
তবে নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুক্তির মেয়াদ দেড় বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত সরকার খুলনা পাওয়ার থেকে কোনো বিদ্যুৎ ক্রয় করেনি। ফলে বাস্তবে কোম্পানিটির উৎপাদিত বিদ্যুৎ বিক্রির সুযোগ তৈরি হয়নি।
এদিকে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি থাকলেও পূর্ণাঙ্গ পিপিএ না থাকায় সরকার কোম্পানিটির কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য নয়। এতে ভবিষ্যতে আদৌ সরকার খুলনা পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কিনবে কি না—সে বিষয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের কার্যক্রম অব্যাহত রাখা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান।
আরএস
মন্তব্য করুন