
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫৭টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্প্রতি দেশব্যাপী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৫ ডিসেম্বর (সোমবার) ছয়টি এবং ১৭ ডিসেম্বর (বুধবার) আরও ৫১টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ পর্যন্ত মোট ৫৭টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলটি।
জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আরও মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।
আরএস
মন্তব্য করুন