শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু তাঁর প্রেতাত্মা বা ভূত কিন্তু এই দেশের মধ্যে এখনো আছে। তারা ভাবে, ‘শেখ হাসিনাকে যদি আবার দেশে ফিরিয়ে আনতে পারতাম। তাহলে তারা দেশের টাকাপয়সা আবার লুট করতে পারতাম।’ এই জন্য তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তারা চক্রান্ত করছে শিল্প এলাকায়।
গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। আজ শনিবার বিকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে পোশাকশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়।
মন্তব্য করুন