
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এ দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘অন্তর্বর্তী সরকার, শহিদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war!’
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শরিফ ওসমান হাদি। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুজন ব্যক্তি রিকশায় থাকা ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। তবে গুলির একটি অংশ তখনো তাঁর মস্তিষ্কে রয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছিলেন।
আরএস
মন্তব্য করুন