অনেকটাই দূর করে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই ট্রফিটি তুলে দিয়েছে তারা। কদিন আগে ভিনির ব্যালন ডি’অর প্রাপ্তি নিশ্চিত জানিয়ে তারা লিখেছিল, ‘প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসিয়ুস’।
মার্কা ভিনিসিয়ুসের হাতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি তুলে দিলেও এখনো কিন্তু কিছুই নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত সব খবরই আপাতত গুঞ্জন। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে পুরস্কার ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, ভিনির পক্ষে জনমত ততই বাড়ছে। সে ধারাবাহিকতায় এবার ভিনিসনিয়ুসের হাতে ব্যালন ডি’অর তুলে দিতে বললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। গত মৌসুমের রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিয়ুস যা করেছে, এই পু্রস্কার ভিনিরই প্রাপ্য বলে মন্তব্য করেছেন তিনি।
মন্তব্য করুন