আইসক্রিম খেতে অনেকেই পছন্দ করেন। আইসক্রিমের জন্য বাচ্চাদের বায়না সামলাতে গিয়ে অতিষ্ট হয়ে পড়তে হয় বাবা-মায়েদের। কিন্তু আইসক্রিমের প্রতি ভালবাসা বড়দেরও কিছু কম নয়। চকোবার, ম্যাঙ্গো কিংবা বাটারস্কচ দেখলেই বড়দের মনের মধ্যেও প্রজাপতি নেচে বেড়ায়। আইসক্রিম দেখলে নিজেকে সামলানো সহজ নয় ছোট-বড় কারও পক্ষেই। তবে আইসক্রিম খেয়ে দাঁতের অবস্থা কী হবে, তা নিয়েও চিন্তা থাকে। চলুন জেনে নেওয়া যাক আইসক্রিম খেয়েও কীভাবে দাঁতের যত্ন নেওয়া যাবে?
মন্তব্য করুন