সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে অজয় মণ্ডল (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা সদর উপেজলার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অজয় জেলার আশাশুনি থানার তালবাড়িয়া গ্রামের বিজন মণ্ডলের ছেলে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, এক যুবক কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে কালিয়ানি বিওপির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আটক যুবককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য করুন