দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান কিয়া করপোরেশনের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি সাইবার হামলা চালিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যেত বলে জানিয়েছেন একদল নিরাপত্তা গবেষক। তাঁদের দাবি, কিয়া গাড়ির বিভিন্ন সফটওয়্যারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন তাঁরা। কিয়া ব্র্যান্ডের অনলাইন পোর্টাল ‘কিয়া কানেক্ট’ থেকে তথ্য সংগ্রহের পর নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে কিয়া গাড়ির দরজা খোলা বা বন্ধ করার পাশাপাশি গাড়ি চালু করা যেত। এমনকি গাড়িতে হর্ন বাজানোর পাশাপাশি মালিকের নাম, মুঠোফোন নম্বরসহ গাড়ির অবস্থানও জানার সুযোগ মিলত। বিষয়টি কিয়া করপোরেশনকে জানানোর পর তারা দ্রুত নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করেছে। ফলে নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে কিয়া গাড়িতে সাইবার হামলা চালানোর কোনো ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন