ইএসবি নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু একই প্যাকেজে নয় যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয় বরং অন্য যেকোনো প্যাকেজ কিনলেও যুক্ত হবে। এর ফলে গ্রাহককে পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে নতুন করে ওই একই প্যাকেজ কেনার বাধ্যবাধকতা মানতে হবে না।

সম্প্রতি ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ এ এই নতুন নিয়ম করেছে বিটিআরসি।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ নির্দেশিকায়, মোবাইল গ্রাহকদের ৭, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি। যা নিয়ে মোবাইল অপারেটররা অসন্তোষ জানিয়েছিলেন।

নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে।

এই তিন প্যাকেজের বাইরেও অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবেন অপারেটররা।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক না কেন, তার পুরোটাই নতুন প্যাকেজ (একই প্যাকেজ) কিনলে তাতে যোগ হয়ে যাবে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আগে ৫০ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেতো। এখন যেকোনো পরিমাণ ডাটা অব্যবহৃত থাকলে, তা পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক। গ্রাহক স্বার্থের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিটিআরসি সূত্র জানায়, আগের নির্দেশিকার ৭.৫ ধারায় বলা ছিল, একটি প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি (ভ্যারিয়েশনসহ মেয়াদ বা ভলিউম ইত্যাদি) পুনরায় কিনলে আগের প্যাকেজটির অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত এ ক্যারি ফরওয়ার্ড পাবেন।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার ১ দিন আগেই গ্রাহককে এসএমএসের মাধ্যমে ডাটার মেয়াদ শেষ হওয়ার নোটিফিকেশন পাঠাতে হবে। এক্ষেত্রে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য মেয়াদ শেষ হওয়ার পূর্বে চলতি প্যাকেজ বা অপারেটর কর্তৃক নির্ধারিত সামঞ্জস্যপূর্ণ প্যাকেজ পুনরায় ক্রয় করার নির্দেশনা ওই এসএমএসে থাকতে হবে।

একইসঙ্গে গ্রাহক সুবিধার্থে মোবাইল অপারেটরদের সব নিয়মিত প্যাকেজের তালিকা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের সাথে আ. লীগ কিংবা জামায়াতের কোনো দ্বন্দ্ব নাই: আব্দুল আউয়াল মিন্টু

শুধু একই প্যাকেজে নয় যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল

এই প্রথম চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণে ৩০০ কোটি টাকার প্রকল্প

আশ্রয়দাতার বাড়িতে গিয়ে খুন করে আওয়ামী সন্ত্রাসীরা

ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়

ভোক্তা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

পুতুলের ডব্লিউএইচও পদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

১০

লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো

১১

সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য উচ্চাভিলাষী জেনারেলরাই দায়ী

১২

তোফায়েল আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

১৩

সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম মাধ্যম : আমিনুল হক

১৪

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

১৫

ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

১৬

শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে : ডা. জাহিদ

১৭

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে নিহত ১ আহত ১০

১৮

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

১৯

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

২০