
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সাবলীল অভিনয় ও শক্তিশালী চরিত্রায়ণের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার খোঁজখবরও নিয়মিত রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা ও ভালো লাগার কথা প্রকাশ করেছেন সোহিনী।
সাক্ষাৎকারে বিশেষভাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির প্রশংসা করেন সোহিনী সরকার। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো—এই দুজনের ডুয়োটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’
বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘বাংলাদেশের অভিনেতাদের কথা হলেই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের অভিনেত্রী।’
বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোহিনী আরও বলেন, ‘আমরা যারা এপার বাংলা–ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ লাগে। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই—যাকে বলে।’
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যেও বাংলাদেশের শিল্পীদের কাজ নজরে রেখেছেন সোহিনী সরকার। তিনি তাসনিয়া ফারিণের অভিনয়ের প্রশংসা করেন এবং নুসরাত ইমরোজ তিশার কাজের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’ এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।
বাংলাদেশের শিল্পীদের প্রতি সোহিনী সরকারের এমন খোলামেলা প্রশংসা দুই বাংলার সাংস্কৃতিক যোগসূত্রকে আরও একবার সামনে আনল বলে মনে করছেন অনেকে।
আরএস
মন্তব্য করুন