
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন ও বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার নিজের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে, ফোনে ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।’
ভক্তদের ভালোবাসা প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে, আরও ভালো কাজ করার শক্তি জোগায়।’
সব সময় পাশে থাকার আহ্বান জানিয়ে শাবনূর লেখেন, ‘আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে চাঁদনী রাতে চলচ্চিত্রের মাধ্যমে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবে পরে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আরএস
মন্তব্য করুন