Rasel Sheikh
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে: প্রথম আলো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়।

এসব বিক্ষোভের এক পর্যায়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করে অনলাইন ও ছাপা পত্রিকার প্রকাশ শুরু করা হবে বলে জানিয়েছে প্রথম আলো। আজ শুক্রবার সকালে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এ কারণে আজ ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি এবং অনলাইন সংস্করণও সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ জন্য পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ ক্ষেত্রে পাঠকদের সহযোগিতা কামনা করেছে পত্রিকাটি।

আজ সকালে প্রথম আলোর প্রধান ফটকের সামনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দেয়। সেখানে ‘ডু নট ক্রস’ লেখা রয়েছে। পাশাপাশি সিএ ভবনের পাশের অংশেও ‘ক্রাইম সিন’ ঘোষণা করে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা করা হয়েছে। কিছু সময়ের মধ্যে কেমিক্যাল এক্সপার্ট টিম এসে আলামত সংগ্রহ করবে। বর্তমানে শুধু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন।

পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ‘ক্রাইম সিন’ চিহ্নিত করে বেষ্টনী দেওয়ার অর্থ হলো, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা দিয়ে কেউ প্রবেশ বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের স্বার্থে সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়ের কার্যক্রম কার্যত বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে: প্রথম আলো

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’

পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের

পুরোপুরি নিভেছে প্রথম আলো কার্যালয়ের আগুন

ওসমান হাদি ছিলেন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক: শফিকুর রহমান

হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার দাবি সারজিসের

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

২৪ ডিসেম্বরের ছয়টি টিকিট কাটলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

১০

হুমকিতে খুলনা পাওয়ারের ভবিষ্যৎ

১১

তিন বছর পর নতুন এমডি পাচ্ছে ডিএসই

১২

ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

১৩

টেকসই নদী শাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

১৪

‘ওয়ান হেলথ কার্যক্রম: সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৫

আজ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’

১৬

নিরাপত্তার জন্য ইসির কাছে আবেদন করলেন এমপি প্রার্থী সিগমা ও ফুয়াদ

১৭

রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১২ ফান্ড তদন্তে ৬টি কমিটি গঠন করল বিএসইসি

১৮

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

১৯

ভূমিকম্পের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

২০