
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যদি রাশিয়ার প্রতি প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ চালানো হবে না। তিনি রাশিয়া ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে—এ ধরনের দাবিকে ‘ননসেন্স’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হয়ে পুতিন বিবিসির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “যদি আপনারা আমাদের সম্মান করেন, তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না।”
এর আগে গত সপ্তাহে তিনি জানান, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না। তবে, যুদ্ধ বাঁধলে লড়াই করতে তারা প্রস্তুত। পুতিন আরও শর্ত দেন, “যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে, তাহলে আমরা যুদ্ধ করব না।”
সূত্র: বিবিসি
আরএস
মন্তব্য করুন