
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অল্প সময়ের মধ্যেই সাবলীল অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নতুন নতুন লুকে ছবি শেয়ার করে নিয়মিতই ভক্তদের নজর কাড়েন কেয়া পায়েল।
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কেয়া পায়েল। সেখানে একটি ছবিতে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
তবে ছবিগুলোর মধ্যে কেয়া পায়েলের ভিন্নধর্মী লুকই বেশি নজর কেড়েছে। ছবিতে তাঁকে দেখা যায় কালো রঙের ওপর সাদা সুতার ভারী ও নিখুঁত নকশা করা একটি টপস ও ট্রাউজার পরতে। এর সঙ্গে একই নকশার একটি ওভারকোট বা জ্যাকেট যোগ করে আভিজাত্যপূর্ণ লুক তৈরি করেছেন তিনি।
ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসায় ভাসছেন কেয়া পায়েল। একজন ভক্ত লিখেছেন, ‘জাস্ট ওয়াও!’ আরেকজন মন্তব্য করেন, ‘আপু, তুমি নাটকের জগতের সেরা।’ কেয়ার মিষ্টি হাসির প্রশংসা করে আরেক ভক্ত লেখেন, ‘তোমাকে গালে যে টোল পড়ে, ওটা দারুণ লাগে আপু—মাশাআল্লাহ।’
নতুন এই লুক নিয়ে ভক্তদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া কেয়া পায়েলের জনপ্রিয়তাকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আরএস
মন্তব্য করুন