
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময় সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন কংগ্রেস। গৃহযুদ্ধ ও দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে বিধ্বস্ত দেশটিতে দেশি ও বিদেশি বিনিয়োগের পথ সুগম করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “নিষেধাজ্ঞা ছাড়াই আজ সিরিয়ার জন্য নতুন এক দিনের সূচনা। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ। ১৪ বছর ধরে প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য আপনাদেরও ধন্যবাদ।”
আল-শারা মার্কিন কংগ্রেসের সদস্যদেরও সিরিয়ার জনগণের ত্যাগ স্বীকার করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি দেশি ও বিদেশি সকল সিরিয়ানকে দেশের পুনর্গঠন ও উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানিয়েছেন।
মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করেছে। এর আগে, সাবেক মার্কিন প্রশাসন দুইবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করলেও পুরোপুরি বাতিল করেনি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে।
আরএস
মন্তব্য করুন